হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, পহেলা রমজান থেকেই অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের ইমামবারগাহতে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
বিশ্বের অন্যান্য দেশের মতো অস্ট্রেলিয়াতেও রোববার থেকে শুরু হয়েছে রমজান মাস।
ইমামবারগাহ কাইম (আ.) প্রতিদিন যেখানে মুমিনরা ফজরের জামাতে অংশ নিচ্ছেন
অন্যদিকে মাগরিবের নামাজের পর ইফতার, কোরআন তেলাওয়াত ও দোয়া পাঠ শেষে হুজ্জাতুল ইসলাম মাওলানা সৈয়দ আবুল কাসেম রিজভী ও শিয়া ওলামা কাউন্সিলের সভাপতি অস্ট্রেলিয়া, দোয়া মাকারেম আখলাকের ব্যাখ্যা করছেন।
হাওজা / অস্ট্রেলিয়ার মেলবোর্নে ইমামবারগাহতে রমজানে ইফতার পার্টির দৃশ্য।
আপনার কমেন্ট